এই নীল-সাদা আকাশে
চিলে রা উড়ে বেড়ায়
এই নীল ব্যথা ভরা বুকে
ব্যর্থতা গুলো কুড়ে কুড়ে খায়।
মস্তিষ্কের পুরোটা জুড়ে স্বপ্ন এখনো
বুঝেও অবুঝ আমার বাস্তবতা,
হৃদপিন্ডের কম্পনে অস্তিত্বের জানান দেয়
দুঃখ জমে জমে চাপা পড়ে থাকা স্তূপ টা ।


গল্পের রাতে নয়তো কল্পনায়
ভরা পূর্ণিমা অথবা ঘোর আমাবস্যায়,
দখিনা জানালার হালকা বাতাসে
পাওয়া, না পাওয়ার কষ্ট গুলো
রোজ মেঘ হয়ে ভেসে আসে ।
ভেতরে-বাহিরে বিপরীত বিদ্রোহ
যেন রক্ত মাংস টুকু শুধু বেঁচে আছে
দুটো অনুভূতির নির্বাক যুদ্ধে,
যেমন ল্যাম্পপোস্টের আলোয়
জোনাকিরা থাকে অসুখে।