হাজার বন্ধু তোমার, আমারও
তবুও  নিরবতায় একলা বোধ করি,
হৃদয় ফাঁকা লাগে ।
শূন্যতা আমায় ভালোবেসে আগুনে  পোড়ায়,
জলে ডুবায়, জলে ভাসায়,
তিব্র   চুম্বনে রক্তাক্ত করে ।


অতঃপর নিশ্চুপ সময় যায় ।
অজানা বিষাক্ত পোকা
আমায় কুঁড়ে কুঁড়ে খায়,
বিনয়ে রক্ত ঝড়ায়,
আর বিদ্রূপে হাসে ।


তবে কেন এই বন্ধুতা,
কারণে, না অকারণে ?


আমরা কেউ করো হতে পারিনি,
তুচ্ছ সময়, সুন্দর মোড়কে কুৎসিত হৃদয়,
আবর্জনার উপর সোনালী চাদরে  বসবাস,
এ যেন বোকার মত নরকে যাত্রা  ।।