প্রতিদিন দেখি  তাল, তমাল
দেখি বাবুই পাখির বাসা ।


আশায় থাকি মানুষ দেখার, মানুষ বুঝার
আমার মানুষ গেল কই !


কবি গাছপালা দেখে পাখি দেখে,
দেখে প্রজাপ্রতি আর ফুল ।।


ফুল বাগানে ফুল ও পাখির
নেই তো কোন ভুল ।


জনশ্রোতে ভেসেও বলি
মানুষ  গেল কই ?
আমার মানুষ গেল কই !