মৌচাকে ডিল মেরে ভোঁ দৌড় দিয়ে
পাগলের সুখ,


চৌরাস্তায় বিনা  বেতনে  ট্রফিক হয়ে
পাগলের সুখ,


রাত বিরাতে রাস্তা ঝাড়ু দিয়ে
পাগলের সুখ,


খামাখা চিৎকারের গলা ফাটিয়ে
পাগলের সুখ,


ঘুমের  ঘোরে রাজা হয়ে
পাগলের সুখ,


তিন লাফে  চিৎপটাং  হয়ে
পাগলের সুখ,


খেলার ছলে শিশু হাসিয়ে
পাগলের সুখ,


এমন হাজার সুখে পাগল ভাসে
আর মানুষ হাসে ।