তোমার অভাব পূর্ণ  হয়নি কোথাও,
তোমাকে ভুলে যেতে পারেনি কখনো
দেবদাস ।।


এটা  ছিলো  উচ্চমান উপন‍্যাস ,
ছিলো অসাধারণ সাহিত্যচর্চা,
ছিলো  সিনেমায় নিদারুণ  দুঃখ  পুজা  ।


আমার  মনে হয়
পাঠক  আজ পরিবর্তন চাইছে
কোন কোন লেখকও,
চাইছে হৈচৈ, রম‍্য রচনা ।


প্রেমপত্র আর নেই ,   নেই  আবেগ আগের মত
প্রেমিক প্রেমিকার বিকল্প বন্ধু থাকে,
বিচ্ছেদে কান্না নয়, ব্রেক আপ পার্টি হয় ।


সংস্কৃতি বদলে গেল !
না-কি  এটাই সঠিক  ?


নাটক  মানুষ  বদলাচ্ছে ,
ন-কি মানুষ নাটক বিকৃত  করছে ?
কি চায় মানব দর্পণ !