মেঘ থম থম
বর্ষা ও বন্যার প্রেম ...
বৃষ্টি নামে রিমঝিম, রিমঝিম
অবিরত বর্ষা , অবিরত প্রেম

নদীর পেট ছোট
বন্যা নদীর অক্ষমতা
ত্রান বাঁচায় জান  ।

নদীর  প্রেমে দাও সাড়া
বন্যায় ভেসে মানুষ  
যাবে না আর মারা  ।

নদীর পেট ছোট
বন্যা নদীর অক্ষমতা ।