তোমাদের জন্য রইলো এই শহর
দেখে  গেলাম উড়াল সেতু , পিছ ঢালা পথ
আর  ট্রাফিক সিগনালে গাড়ি বহর  ।


পার্কের পাশে থাকলো হাওয়াই মিঠাই
লাল নীল বেলুন, ঝাল মুড়ি আর চটপটি
নিষ্পাপ  শিশুকে  কিনে দিও বেলুন ,
খেতে দিও চুমু , হাওয়াই মিঠাই ,  
খেতে দিও সবুজ ঘাসে লুটোপটি  ।


পার্কের বেঞ্চে বসা পথ শিশুকে  আদর দিও ,
মন চাইলে ঘাস ফড়িং এর আদর নিও ,
রোদে সান গ্লাস , বৃষ্টিতে ছাতা, তোমার যেমন প্রিয়
ফুটপাথে  থাকা  বৃক্ষের ছায়া, ঘাস ফুলের মায়া
মন চাইলে তুমি নিও ।


এমন শত শত উপাদান আছে এই শহরে  ।  


নাগরিক,  এই শহর তোমার, তোমাদের
থাকলো দেশি খাবার, শীতের পিঠা, ইত্যাদি
থাকলো শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট
আধুনিক শহরে যা লাগে তার সবই
তোমাদের জন্য  ……