মিনারায় দিয়েছে আজান
ডাকছে বাজান
জেগে উঠ বাবা
নামাজ পড়,

অনেক সময় গেলো
এইবার তুই
ধর্মের পথ ধর ।

এমন ভোর হবে না তোর
সারাটা জীবনভর,

একদিন আমি চলে যাব দূরে
হয়ে যাব তোর পর ।