আমি একটি স্বপ্নের কথা বলতে এসেছি,
আমি একটি যুদ্ধের কথা বলতে এসেছি,
আমি একটি সম্ভাবনার কথা বলতে এসেছি।
যেখানে
মঞ্চে উলঙ্গ নৃত্যের পরিবর্তে
নাতে রাসুল শোনার জন্য
অধীর আগ্রহে জেগে থাকবে
হাজারো নরনারী।
যেখানে-
ভয়ঙ্কর ডিজে বাজনার বদলে
শোনা যাবে মুয়াজ্জিনের
‘হাইআলাস সালাহ’ ধ্বনি।
যেখানে -
হিন্দি সিরিয়ালের জায়গায়
টেলিভিশন গুলো দেখাবে
কুরআনের তাফসির।
আমি সেই সমাজের কথা বলতে এসেছি।
আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি।
আমি একটি যুদ্ধের কথা বলতে এসেছি,
যখন সত্য আর ন্যায়ের গান গাওয়ার অপরাধে,
কন্ঠে কুরআনের সুর তোলার অপরাধে,
ইসলামের সুশীতল বাতাস ছড়ানোর অপরাধে
বাংলার পাখি গুলোর টুটি চেপে ধরা হয়েছিল,
খাঁচার বন্দি করা হয়েছিল,
উল্লাস করে হত্যা করা হয়েছিল।
যখন দেশের আকাশ বাতাস
ঘন অন্ধকারে ঢেকে গিয়েছিল,
আকাশ যখন বৃষ্টির বদলে
রক্ত ঝরিয়ে কেঁদেছিল।
তখনো এক ঝাঁক আবাবিল পাখি,
রাত জেগে ছিল
একটা নতুন সূর্যের আশায়।
অতঃপর -
ফজরের আজান হলো
আল্লাহু আকবার ধ্বনি তে প্রকম্পিত হলো
গোটা বাংলার মাটি।
একটু একটু করে আলো ফুটে উঠল।
আমি সেই যুদ্ধের কথা বলছি।
আমি একটি সম্ভাবনার কথা বলতে এসেছি।
যখন বাংলার প্রতিটি অন্ধকার কুটির
হবে কুরআনের পাঠশালা।
পাখি গুলো
গলা ছেড়ে গাইবে নাতে রাসুল।
বাতাসে বাতাসে ছড়াবে সুগন্ধি আলোর ফোয়ারা
‘হাইআলাস সালাহ’।
আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি
যা লালন করেছি যুগ যুগ ধরে।
আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি
যা শেষ হয়নি এখনও।
আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি
যার প্রস্তুতি আমরা নিয়েছি।
এখনো অনেক কাজ বাকি আমাদের,
অনেক রাত জাগতে বাকি,
অনেক পথ হাঁটতে বাকি,
অনেক গান গাইতে বাকি,
অনেক রক্ত এখন ও ফেলতে বাকি
এই জামিনে।
আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি
যে স্বপ্ন দেখতে দেখতে
ঘুমিয়ে পড়েছে আমার ক্লান্ত পুর্বসুরী ।
আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি
যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না,
আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি
যে স্বপ্ন পুরণ না হলে আমরা
ঘুমোতে যাব না।
আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি
যে যুদ্ধ আমাকে প্রেয়সী কোমল হাত ছেড়ে দিয়ে
অস্ত্র হাতে নিতে শিখিয়েছে।
আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি
যে যুদ্ধ আমাদের বিজয়ীর তৃপ্তি নিতে শিখিয়েছে।
আমি সেই সম্ভাবনার কথা বলতে এসেছি
যেটা সফল করা আমার অঙ্গীকার।
আমি একটি স্বপ্নের কথা বলতে এসেছি,
আমি একটি যুদ্ধের কথা বলতে এসেছি,
আমি একটি সম্ভাবনার কথা বলতে এসেছি।
০৩/০১/২০২৫(শুক্রবার)
রাত ১২.০০