তোর মত যে এমন ভাল
বাসবে না আর কেউ,
তুই যে আমার চাঁদের হাটে
কাঁঠাল চাঁপার মৌ।
সারাটা দিন সময় কাটে
কত শ্রমে ঘামে,
সন্ধ্যা হলেই নীড়ে ছুটি
অদৃশ্য এক টানে।
দরজা খুলে এলো চুলে
দাড়াস যখন কাছে,
সারাদিনের ক্লান্তির ঘাম
যায় সকলই মুছে।
মাছের ঝোলে দু’মুঠো ভাত
সঙ্গে মিষ্টি হাসি,
সত্যি বলছি এরচেয়ে না
কিচ্ছু ভালবাসি।
ক্লান্তি-পীড়ায় রাত্রি জেগে
তোর অফুরান সেবা,
বলনারে বৌ সেই মাঁয়াতে
জড়াবে  আর কেবা।
রং মাখানো হাজারটা মে’
সারাটা দিন দেখি,
সকল মেয়ের ছবির ওপর
তোর ছবি টাই আঁকি।
রাগারাগি মান-অভিমান
এসব হয়েই থাকে,
তাঁরই সাথে ঝগড়া বেশি
যে ভালবাসে যাকে।
তোর কারণেই বন্দি যে এই
উড়নচণ্ডী কবি,
তুই যে আমায় ফিরিয়ে দিলি
হারানো যা সবই।
আমার মত এমন ভালো
বাসবে না আর কেউ,
তুই যে আমার চাঁদের কণা
লক্ষীসোনা বৌ।