আর একটিবার যদি দেখা হতো
তোমার সাথে!
আমি তোমার জন্য
কথা মালার সবুজ বাগান
সাজিয়ে রেখেছি।
প্রতিদিন সাজাই, গোছাই, আর
রোজ রাতে অশ্রু ফোয়ারায় সজীব রাখি।
আর একটিবার যদি দেখা হতো
তোমার সাথে!
আমি তোমার জন্য হাজার ফুলের গন্ধ এনে রেখেছি।
তোমায় চমকে দেব বলে।
একবার যদি দেখা হতো-
তোমার হাত দুটো ধরে
মিটিয়ে নিতাম সারা জীবনের শত ভুল বোঝাবুঝি,
সব অভিমান আর পাওয়া না পাওয়ার হিসেব।
যদি একটি বার দেখা হতো-
তোমায় জড়িয়ে ধরে
চিৎকার করে কাঁদতাম,
প্রাণ খুলে কাঁদতাম।
বরোটি বছরের জমে থাকা প্লাবনের চাপ
আমি আর সইতে পারছি না।
আর একটি বার যদি
দেখা হয় তোমার সাথে!
দেখো, সেই বেকার, অকর্মণ্য বাউণ্ডুলেটি আর নেই।
সে চাকরি করে দশটা - পাঁচটা,
মায়ের শাড়ি, বাবার ওষুধ, কাঁচা তরকারি, চিংড়ির দাম
সব তাঁর জানা।
আর একটি বার যদি দেখা হয়
তোমার সাথে-
দু’হাত তুলে ভিক্ষে চাইবো তোমায়
ফিরে আসো, একটি বার ফিরে আসো-
তৃষিতের বুকে এক খণ্ড মেঘ হয়ে,
গহীন অন্ধকারে ঝলক আলো হয়ে,
এই হাদারামের জন্য এক বুক নিঃশ্বাস হয়ে।