হে তরুণ তুমি কেন পিছু?
যৌবনের গান গাহিতে,
ভুকম্প নাকি আগ্নেয়গিরি-
সেটা নয়তো কিছু,
নবযুগ তোমায় দেখিতে চায়
ঝড়ের মত বহিতে।
হও তুমি আলোক পিয়াসী
তিমির যে তোমার শত্রু,
অন্তরেতে গাঁথিয়া লও
আলোর খেলা খেলাই হল তোমার মূল মন্ত্র।
তোমার যাত্রার পুঁজি করিয়া লও
শত বৃদ্ধের মুখ ব্যাঙ্গানো হাঁসি,
নব নক্ষত্রের সন্ধানে যাও
তারুণ্যের জোয়ারে ভাসি।
বার্ধক্য লুকিয়ে উর্দি তলে-
মৃত্যুকে নিয়ে মুঠি তলে-
গড়ে তারুন্যের শত দল,
বুকে ব্যাথার তীর তবু কন্ঠে গর্জে
চলরে চলরে চল।
শত বাধার কাঁটাতার ছিড়ে
বীরপুরুষ হয়ে মানুষের ভীড়ে,
আনবে যখন সফলতার ঝলকানি
তখনই তোমার তারুন্য থেকে
মুছিবে বার্ধক্যের সব গ্লানি।