আমি মানুষ জেগে উঠলাম!
ভাবলাম-
এই অশুদ্ধ অশুভ সামাজিকতায়
আমি না হয় অসামাজিক হয়ে বাঁচলাম ।


রাস্তার ধারে নিরীহ নিতর লাশ-
ভন-ভন লাখো মাছির বাস!


কিডনি লিভার নিশ্চিহ্ন!


বিধবা নারীর প্রসব ব্যথা
পাড়া-পড়শির আজব বাজে কথা
হীনমন্য বৃদ্ধা মায়ের হা-হোতাশ


আমি জঘন্য-
অস্তিত্বহীন বন্দি, নির্বাক দাঁড়িয়েছিলাম!


শুনলাম,
লাশের গন্ধ রক্তের ঘ্রাণ নিলাম!
কুকুরের ঘেউ ঘেউ শুনে জেগে উঠলাম
ভাবলাম-
এই অশুদ্ধ অশুভ সমাজিকতায়
আমি না হয় অসামাজিক হয়ে বাঁচলাম ।


নিজেই নিজেকে মোটিভেশন দিলাম
আমি কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদী
আমি নারী জাতির অধিকার আদায়ের সংগ্রামী
আমি নিঃস্ব-অসহায় মানুষের আশার প্রদীপ
আমি আর কিছু হইবা না হই আমি মানুষ
আমি জেগে উঠলাম, আমিই মানুষ!
    
    আমি মানুষ আমিই মানুষ।