যেভাবে দেখ ঐভাবে দেখ না
আসলে যেমন!
যা দেখি মিথ্যা
যা শুনি মিথ্যা
অনুভব অনুভূতি কেমনে হবে সত্যি
কিভাবে আলোতে যাবে  জাতি
কেমনে পাবে মুক্তি।
যেভাবে দেখ ঐভাবে দেখ না
আসলে যেমন!
ঘুমহীন চোখে রাত
একে যাও স্বপন!সবই যে কুয়াশা
আসলে যা রয়েছে তা গোপন।
ইতিহাস সংস্কৃতি পুতুল খেলার রাজনীতি
আত্মার স্বাধীনতা হারালো গুহায়, মুক্তি কোথায়
কোথায় প্রাণে গানে সম্প্রিতি।
নিহত আত্মায় দিয়াছ প্রশান্তির দাফন।
এভাবে কত আর রাখিবে গোপন
জাতিরে মুক্তি দাও করিয়া আপন
যেমন ভাবো জীবন আসলে নয়ত তেমন।
জাতি ওঠো জাগিয়া ভুলে মিছে স্বপন।