স্তব্ধতায় ঘিরিয়াছে মোর হরিয়াছে কে ভাষা
কবি তুমি ক্ষেপছনা কেন কবির এ দুর্দশা
হে বিশ্বকবি মহাদরদির দল
কল্মে অগ্নি ঝরায়ে প্রতিবাদ করি চল।


কবির গায়ে কে দিয়াছে হাত কার এতো স্পর্দা
ধরনীর মাঝে রজনী নেমেছে মানবতা হয়েছে মুর্দা
এমনি কি বিষয়?
মানুষে মানুষ খাচ্ছে নিরিহ হচ্ছে নিপিড়ীত
অবনী ঠাকুরের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে রক্ত বিষাক্ত
বর্বরতায় আড়ষ্ট হৃদয়!বিশ্বময়।
হে বিশ্বকবি বিপ্লবীর দল
মানুষে মানুষে নিঃস্বার্থ মানুষ্য ছড়িয়ে চল
পৃথ্বী করি বিশস্ততার মহল!
কবি তুমি ক্ষেপছনা কেন কবির এ দুর্দশা
কবি তুমি জাগছনা কেন নেমেছে ঘোর তমশা!