বুড়িটার কেউ নেই আছে তার রব
আকাশ মাটি আর লতা-পাতা সব!
শীতার্তের বস্ত্র নাই ক্ষুধার্তের নাই অহ্ন
তবুও বলে তারা মানুষ নাকি মানুষের জন্য।
কনকনে শীত পড়ে
কাপে বুড়ি থরে থরে
পড়েছে শিশিরের ধুম
বুড়িটার অনায়াসে ঘুম!
ভেজা ভেজা গাছের পাতায়
গুন গুন কবিতা
পথিকের গানে
অসহায় বুড়ির ছবিটা!
শীত বস্ত্রের টানে
শীতার্থের কাতরতা
নিঠুর বিশ্বের বাস্তবতা
মানুষ্যে নেই মানবতা।


বুড়িটার কেউ নেই আছে তার রব
আকাশ মাটি আর লতা-পাতা সব!
শীতার্তের বস্ত্র নাই ক্ষুধার্তের নাই অহ্ন
তবুও বলে তারা মানুষ নাকি মানুষের জন্য।