চাঁদের সাথে হাত মেলালে
যদি  চাঁদ হওয়া যায়!
তবে ও চাঁদ তুই হাত বাড়িয়ে
দিতে পারছ আমায়।
দূর নিলামায় আমায় দেখে
খোকা-খুকির মায়
ছাড়ায় গানে প্রাণ জুড়াবে
মিষ্টি ভালোবাসায়।


চাঁদ হয়ে কাদম্বে
প্রতি সন্ধ্যায়  দেখবে সবে
হাস্যকথায় প্রেমের ফাঁদে  
সাগর-নদী বিল আর ঝিলে।


নিরবে নিভৃতে সবাই চাইবে দেখিতে
অনুভবের নদে ডুবে প্রেমিক ভাসবে পিরিতে
সাক্ষী হয়ে রইব আমি অনেক প্রেমের গল্পে
সবাই মোরে বাসবে ভালো তুষ্ট আলো অল্পে।


চাঁদ হতে চাই চাঁদ হতে চাই ভাসতে আকাশে
চাঁদের হাসি দেখে সবাই প্রাণ খোলে যে হাসে।
চাঁদের আলো মনটা ভালো গভীর মনোনিবেশ
চাঁদ হয়ে যাও উদাস কেন মনের বড্ড আদেশ
চাঁদের কথা শুনলে আমি হয়ে যাই রোমান্টিক
চাঁদ হয়ে ভাসতে চাই আমি নিলের প্রেমিক।