ছেকামাইসিন কবিতা
এম আর চৌধুরী আশিক


তুমি এখন আর হয়তো আমার নেই
আমিও আর আমাকে খুঁজে পাচ্ছি না।


মশাগুলো জমে আছে মরা লাশ হয়ে পাশে
অসহ্য সব উদ্ভট গন্ধগুলো শ্বাসে-নিঃস্বাসে
বুঝতে বাকি নেই তোমার, আমি কেমন আছি


পৃথিবীর সব পাপ এক করলেও তুমিই সেরা
তুমি আমার সেই পাপ যার মাশুল অসীম
আর তুমি সেই অস্ফুট ঝরা পুষ্প যার ভুল ক্ষমার অযোগ্য
তবুও আমি ক্ষমা করে দিতাম,যদি তুমি আমারে বুঝতে
কিন্তু কই তুমিতো আমাকে অসহায়ের মতো ফাঁস লাগিয়ে চলে গেছো
এখন না পারছি মরতে না পারছি ভালোভাবে বাঁচতে!
তুমাকে এখন তীব্র ঘৃণা করি,কিন্তু ভালোবাসাটা অসীম


তুমাকে বিশ্বাস করি নিজের চেয়েও বেশি যদিও আমাকে অবিশ্বাস করো তার চেয়েও বেশি
আমি তোমার অনুপস্থিতি টের পাচ্ছি হাড়ে হাড়ে
আমাকে ভেতর থেকে তুমার ছবি গিলে খাচ্ছে খুঁড়ে খুঁড়ে।
আমি পথের কুকুরগুলোকে আপন ভেবে কাছে টানতাম কিন্তু তারা কামড় বসিয়ে দিত ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিতো।পৃথিবীর মানুষগুলোও এমন।
আজ আমি ভীষন একা,সবার একান্ত মানুষ আছে, কিন্তু আমার কেউ একান্ত নেই তুমি ছাড়া। আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই, কিন্তু অসম্ভব মনে হচ্ছে!
আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আমার করে রাখতে পারি নি আমি তোমার হতে পারি নি!
তুমি তোমার প্রিয় মানুষকে নিয়ে ভালো থেকো।  


০৩/০৪/২০২৪ইং.