জীবন সে-তো
এমন একটা দোলনা
যা আগুনের উপর দোলে!


জীবন সে-তো
এমন একটা সাগর
যার জোয়ার ভাটা তীরে নয় শূন্যে চলে!


জীবন সে-তো
এমন একটা পাখি
যা ভাঙা ডানা নিয়ে ঊর্ধ্বাকাশে ঝাপটায়!


জীবন সে-তো
এমন একটা আকাশ
যা কখনো রোদে পুড়ায় মাটি, ভেজায় বৃষ্টির ফুটায়!


জীবন সে-তো
এমন একটা কিস্তি
যা তোমারই রক্ত কিংবা অন্য কারো দেয়া ফুটো নিয়ে
ডুবু ডুবু ভাব তবুু সব প্রতিকুল পরিস্থিতিতে গন্তব্যে পৌছার আপ্রাণ চেষ্টায় অব্যাহত!


জীবন সে-তো!
এমন একটা নদী
যার সীমান্ত সাগর হতে মহাসাগর!
জীবন সে-তো
এমন একটা ঘড়ি
যার রয়েছে সকাল-সন্ধ্যা রাত-দ্বিপ্রহর!


জীবন মূলত
হাজার ব্যর্থতা নিয়ে বেঁচে থাকা
জীবন মূলত
একটা সীমাহীন দুঃস্বপ্ন
জীবন মূলত
শান্তি ও সুন্দর প্রতিষ্ঠা ও ভোগের সংগ্রাম
জীবন মূলত
কর্মে ধর্মে হাজার বছর বেঁচে থাকার নাম
আসলে জীবন মূলত
ভোগে উপভোগে সুখে অসুখে স্রষ্টার দর্শন লাভের উদ্দেশ্যে যাত্রা!