কবিতা!
তুমি আমার অনেক ক্ষতি করেছো
আমি এবার আর তোমাকে ছাড়ছি না!

এবার হবে তোমার সম্ভ্রমহানী
সংগ্রাম শুরু হয়েছে রাখো জানি
তোমার নাকে লাগাবো সরিষা
গরম পানি ঢালিব গায়ে সহসা!

কবিতা!
আমি এখন নিঠুর তোমার প্রতি
দেব তেমায় কঠোর শাস্তি
চুল সব ছিড়ে ফেলব
তোমার জন্য আমার অনেক দুর্গতি!
দিনরাত তোমার পেছনে
হয়েছে অনেক অপচয়
তুমি আমায় কি দিয়াছো
হয়েছে অনেক ক্ষয়!
আমার মস্তিষ্ক নিস্তেজ তোমার জন্য
বাধাগ্রস্ত হয়েছে অগ্রগতি
আবেগ জোয়ারে আমার করেছো ভরাডুবি
জেগেছে তোমার প্রতি অনীহা খুব খুবই
আমি ছাড়ছি না তোমাকে!