আমি কখন যে -
বৃষ্টি হয়ে তোমার মাঝে
বয়ে পড়ি চাওয়া না চাওয়ায়!!


কখন যে আমি
শীতের কম্বল হয়ে ঘুমিয়ে যাব
জড়িয়ে  ধরি আমার চাওয়ায়!!


কখন যে নিস্তব্ধতার আড়ালে হারিয়ে -
গল্প কিংবা গানে তোমাকে অবাক করে থাক লাগিয়ে
কিংবা কথার ছলে রসের হাড়ি ঢেলে
বাহুডোরে চেপে ধরে রাখব মিষ্টি মিষ্টি চুমুক দিয়ে  


তোমার হাসি মাখা চোখের প্রেমে
ডুবতে ডুবতে মিশে যাই ইচ্ছের নিলীমাতে
ভাবি আর ভাবি শুধু যদি খারাপ না হয়
তবে কবে যে মিশে যাব জড়িয়ে ধরে তোমাতে।
ভাবি অধরে অধর ঠেকিয়ে আগলে রাখার
প্রয়াস নেব।
ভাবি! ভাবি!ভাবি।
এভাবেই কি মোর জীবন ডুবি!আহ! কখন যে-
জড়িয়ে ধরে চাঁদ দেখবো ঐ নীলিমার
কখন যে ভালোবেসে আসবে ঘরে তুমি আমার!