কণ্টকাকীর্ণ অনুভূতিতে অশান্ত হৃদয়!
এই মর্মান্তিকতার মর্ম সকলে বুঝিবার নয়
যে ভুগিয়াছে সে বুঝিবে নিশ্চয়!
শুধু একাকিত্বে মর্মাহত নয় অসহায়ত্বেও তাই
চোখের জল, মুখের ভাষা বুঝার আমার কেহ নাই।
কণ্টকাকীর্ণ হৃদয়ের অশান্ত প্লাবন সর্বধ্বংসি ঝড়
সুরে ছন্দে বুঝানো অসম্ভব। অতঃপর!
জীবনানন্দের মতো নিরানন্দ হয়ে মন
হতাশায় নিমজ্জিত তন্দ্রাহীন অচেতন!
অনুভূতি যোজনায় কাব্য রচনায় ব্যর্থ
মনের লোচনে তমশা বিচরণে নিঃস্বার্থ!
জীবনের জীবন্ত লাশ ভাসে সর্বনাশে
মরণের যন্ত্রণা রন্ধ্রে রন্ধ্রে জীবনকে ভালোবেসে
মজনু যখন দেবদাস হয় নিশ্চয় নারীতে বিষাদ
রবি ঠাকুর জীবনানন্দ হলে নিভেছে রসিক চাঁদ
নজরুল যখন জ্বলে উঠে বলে তারে খাঁটি
আমার হৃদয় ভাঙতে ভাঙতে এবার হলো মাটি।
শুধু একাকিত্বে মর্মাহত নয় অসহায়ত্বেও তাই
চোখের জল, মুখের ভাষা বুঝার আমার কেহ নাই।
কণ্টকাকীর্ণ হৃদয়ের অশান্ত প্লাবন সর্বধ্বংসি ঝড়
সুরে ছন্দে বুঝানো অসম্ভব। অতঃপর!