এই মৃত্যুপুরিতে আমি কোনো আগন্তুক নয়
আমি এখানেই জন্মেছি
প্রতি নিঃশ্বাসে অবিশ্বাসের শ্বাস নিয়েছি অতি সরলতায়
মগজ খেকো জন্তুগুলো দেখেছি মানুষের বেশে
তারা নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ঘুরে বেড়ায়
আমি মানুষের মুখনিঃসৃত বোমায় কতবার পুড়েছি
শুধু বেঁচে থাকার জন্য কতবার মরেছি।


এই মৃত্যুপুরিতে আমি কোনো আগন্তুক নয়
আমি এখানেই জন্মেছি
এখানে লাশগুলো ঘুরে ঘুরে আত্মার পাহারা দেয়
তারা আকাশে ভেসে যাওয়া মেঘের সাথে মিশে কাঁদে
আমি তামাকের গন্ধে তাদের ছবি দেখেছি।