তুমি আমার সোনার বাংলার স্বনামধন্য মাতা
তোমার জন্য বুঝি ধাক্কা খেয়ে ফাটলো আমার মাথা


তোমার দেশে বন্যা আসে আসে করোনা
চক্ষু উঠে হচ্ছে দেখি কতো লোকে কানা
দ্রব্যমুল্যের উর্ধ্ব গতি বাড়ায় হাহাকার
তবুও শুনি উন্নয়নের করছ অহংকার
শিক্ষকেরা কয়না কথা ভাঙ্গছে মেরু শিক্ষার
তারাও বুঝি বাকরুদ্ধতার হয়েছে শিকার


শ্বাসরুদ্ধকরেও নাকি স্বাধীন আছি বলো
সত্য কথা বলতে বাঁধা মিথ্যাচারের বাস্তবতা
যদি কেহ তুলে ধরে দরজা তাহার ভেঙে ঘরের
কারাগারে ঢালো!!!


এসব কথা আমার নয় নিরপেক্ষ মানবতার
বিপদ কেন বাড়ছে শুধু প্রশ্ন জনতার।


কবি......বদ্ধঘরে থাকে