জ্বরে আক্রান্ত
মাথা ব্যথাও প্রচুর
নির্ঘুম গত রাত!
পত্রিকায় দুঃসংবাদ
বাহিরে আজানের সুর
ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাত!
গা শিউরে ওঠে
বিশ্বটা হায়েনার  ঠোঁটে!
মাতৃভূমি শকুনেরা লুটে!
এসব অমানবিক খবর-
বেড়ে যায়  মাত্রাতীরিক্ত জ্বর
থার্মোমিটার নিস্তব্ধ!
চোখ থমকে দাঁড়িয়ে
মস্তিষ্কের রক্তে ঘূর্ণিঝড়
বৃষ্টির আবাশ আকাশে দেখে
মন হালকা জিরানোর পক্ষে
তবে চারিদিকে ঘন তমসার খোঁজ
লোভ হিংসার বিশ্বে মোমবাতিও নিখোঁজ।
ভাবতে ভাবতে মাথা ব্যথা জ্বর বেখবর
চেয়ারে হেলিয়ে পা মেলিয়ে আধশোয়া হয়ে
পত্রিকা টেবিলের উপর, রাখি মাথায় হাত
নিশ্চুপ! ঘড়িতে থাকাই দেখি, আহারে!মধ্যরাত।