বৃষ্টি হঠাৎ পড়লো গায়ে
পায়ে পায়ে ভেজা ধুলো
মন পাড়াতে উত্তেজনায়
মিছিল দিচ্ছে স্মৃতিগুলো।
ঝরছে ব্যথা মৃদু বায়ে
হচ্ছে পাহাড় জমে
চলতে চলতে চলে না পা
হঠাৎ যাচ্ছে থেমে।
হয়ে হ্যামিলনের বাঁশিওয়ালা
দিতাম বাঁশির সুর
স্মৃতির মিছিল ভুলে সবার
আসতো বসন্তেরই ঘোর।
স্মৃতিচ্ছেদ বসন্ত অনন্ত অপরাহত!