ভেদাভেদ ভুলে যাও
ভেদাভেদ সৃষ্টি হয় ভেদাভেদের ফলে
তৃষ্ণা মিটাই সবে  একই পানি কিংবা জলে।
একই পথে আসা যাওয়া মাতৃদুগ্ধ পান
মরিলে  কবরে কেহ কেহবা শশান।


ভেদাভেদ বিচ্ছেদ ঘটায় হরে মূল্যবান
পশুত্ব বিরাজ করে মনুষ্য অপমান
অপমানে অবসান টানে!
পাত্রভেদে অস্পৃশ্য জল নাহি পান।
উভয়ে ছটফট করি একই সুরে গান।
একই রবি শষি একই মাতৃস্তনে!
দেহপ্রাণ সবারই সমান একই মাতৃকোলে।
নিখাদ রত্ন যেমন পাত্রে নয়
তেমন স্হান কিংবা গোত্রে নয়
মানুষ শুধুই  মনুষ্যে পরিচয়।
কালে কালে মানবের মানবিকতা অম্লান
যুগে যুগে মানবে ভেদাভেদে ছেদ ঘটাবে
তারে আহবান। বারেবারে হৃদয়ে হৃদয় মিলাবে
হৃদয়ের বদ্ধ দোয়ার খুলে-
জগৎ জুড়ে মানুষ্যের জোয়ার তোলে।