হারিয়ে যাওয়া কবিতা গুলি ফিরে আসেনি
আসবেনা,
লিখব বলেছিলাম তাই লিখা হয়নি।
পুড়ে যাওয়া কিংবা ভিজে গিয়ে নষ্ট হয়ে কষ্ট দিয়ে যাওয়া
সেই কবিতার খুঁজ আজও মিলেনি
মিলবেনা
অবহেলিত যত্ন হীন ছিল তাই অভিমান
তারা ভীষণ অভিমানী।
আমাকে জাগিয়ে তোলা কিংবা ভাবিয়ে তোলা নয়ত আমার ঘুমের সাথী
সেই কবিতাগুলি আর ফিরেনি
ফিরবেনা
তারা ভীষণ অভিমানী!
আমি তাদের আকড়ে ধরে রাখতে পারিনি!


আমি কান্না করি আহাজারি হৃদয়ে বাস করে
শত চেষ্টা করেও ফেরাতে পারিনি
ভাবি ভীষণ কবি হয়ে শোকাচ্ছন্ন হৃদয়ে।
আমি দোষী আমার কাছে তাদের জন্য আমার জন্য- ব্যাস্ততায় নয়ত অলসতায়।
তবে হয়ত মরণ শয্যায় আমায় দেখিতে আসিবে তারা আশা আছে
আমিতো তখন কাতর হয়ে নিতর হবো
পারিবনা তখনও যত্ন করিতে। হায়!
তারা ফিরেনি!!


.....কবি বিত্রিজ কইল...