প্রতিটি ভোর আমাদের নতুন করে জন্ম দেয়।
পুরনো দিন নতুন করে সাজানোর জন্য ভোর আসে।
নব উদ্দীপিত জীবনের জন্য ভোর।
নব শৃঙ্খলিত জীবনের জন্য ভোর।
তবু আমরা নতুনত্ব পাইনা খুঁজে।
আমাদের মাঝে রয়ে যায় সেই বিষাদগ্রস্ত জীবনের ঘোর।


পৃথিবীর আকাশে প্রতিদিন সূর্য উঠে
তবু আমাদের আমিতে সূর্য উঠে না।
আমাদের পৃথিবী তমশায় ঘেরা রয়ে যায়।


পৃথিবীর ভূপৃষ্ঠে নানন ঋতুতে নানান ফুল ফুটে
আমাদের পৃথিবীতে ঋতু আসে তবে ফুল ফুটে না।


আমরা আর আমাদের পৃথিবী যেন প্রাণহীন
তাতে না ফুটে ফুল না আসে ভোর।


আমরা প্রতিদিন নতুন করে মরে যাই।
তবে আমরা জীবিত হই না নতুন করে।
আমরা আমাদের স্বপ্নকে নতুন রূপে সাজাবো
আমরা নতুন করে বাঁচবো
আমরা আমাদের পৃথিবীকে ভোর এনে দেব
আনবো নব পুষ্পিত নব শৃঙ্খলিত নব উদ্দীপিত ভোর।
আমরা মরে যাবো তবে আমাদের আমিকে মরতে দেব না।
আমরা মরে যাব তবে আমাদের ভোরকে মরতে দেবনা।
আমরা মরে যাব তবে আমাদের স্বপ্নকে মরতে দেব না।