নিস্তব্ধ আকাশ, চাঁদ-তারা বিহীন
কালোয় ঘেরা শহর,আঁধারে বিস্তৃত চারিদিক।
নেই ঝিঁঝিঁ পোকার ঝিঁ-ঝিঁ ডাক,
নেই জোনাকের টিপ-টিপ আলোর ঝাঁক।


কলাপাতায় বাদুড় গুলো চুপচাপ
করছে না লাফালাফি, ডাকছেনা ব্যাঙ।
হঠাৎ দু এক ফোঁটা বৃষ্টি,
খুব অবাক হয়ে চেয়ে আছি আকাশে
মুহুর্তেই মুষলধারে বৃষ্টির ছড়াছড়ি
সঙ্গে ছোট-বড় শিলের গড়াগড়ি।