আমার একটা স্বপ্ন আছে শুনবে তুমি ভাই
ছোট-বড় কেউ শোনেনি আমার বলা চাই
গিয়েছিলাম বলতে মাকে আমার স্বপ্ন কথা
মা বলেছেন হেসে আমায় কি সব বলিস যা-তা।
আব্বা বলেন মাথা খারাপ হয়েছে তোর খোকা
ভেবেছিলাম বড্ড চালাক এখন দেখি বোকা।
তাইতো তোমায় বলতে এলাম শুনবে তুমি ভাই
শুনতে যদি না চাও তবে এখন আমি যাই।
যাব আমি গায়ের ধারে বুড়াইল নদীর ঘাটে
যেথায় আমার আলসে বেলার সময়গুলো কাটে।
গাছ-গাছালি বলছে কেঁদে একটু আসো ভাই
পড়লে বেলা ফিরবে বাড়ি সময় বাকি নাই।
পাখ-পাখালি ডাকছে আমায় গল্প করার জন্য
মানুষ তো নই আমায় ভাবে ওদের মতই বন্য।
আমিও তাই ভাবি নিজে বন্য হতেই চাই
নদীর ডাকে,পাখির ডাকে তাইতো ছুটে যাই।
আমার সকল স্বপ্নগুলো বলবো তাদের সনে
তোমরা মানুষ ভাবলে ভাবো যা আসে নিজ মনে।