শুনছো কিরে ওরে অবুঝ,
সময় কাকে বলে?
সময় নামটি খুবই ছোট,
গুণটা তবু ভালোই বড়!


সময় ছাড়া চলে যারা,
একূল-ওকূল পায়না তারা।
সময়ের মূল্য দেবে যারা,
তাদের তরে থাকবে ধরা।
লক্ষ্য যদি উন্নতি সাধন,
করতে হবে সময়ের যতন।


ঘড়ি আছে সবার কাছে,
চলে না কেউ ঘড়ির সাথে।
ঘড়ির কাটায় চলে যারা,
উন্নতি সাধন করে তারা।


সময়কে করো বন্ধু,
থেকো নাতো আদু!
সময়কে করো না অবহেলা,
উঠাও রবির নতুন বেলা।