আজ অচিন কিছু স্বপ্নবৎ কথা-
সন্ধ্যের বাতাসে ফিকে হয়েছে ;
মৃদু শৈত্যের আবহে কাব্যিক ব্যথা-
মায়াময়ী পিছুটান হয়ে জড়ো হয়েছে।


নক্ষত্রের আলো আরো অস্পষ্ট করলো-
সেই মিছিলের ডাকগুলো,
মৃন্ময়ী সব দোটানা ভাষা চললো;
আর জানিয়ে দিলো স্পন্দিত অভিযোগগুলো।


এই পৃথিবীর এই অবসর কাটবে জানি;
তবু আজকের মতো সন্ধ্যের এই বাতাসে-
কোনো নিঃসঙ্গ পথিকের এই কবিতাখানি-
আবারো নূতন করে লিখবে কেউ হারানো পথের শেষে।