এই ছেলেটা । ভেলভেলে টা ।
কাজ নেই কো ? ঘুড়ি ওরাগা !

খালি সারাদিন । game খেলো যাস
মোবাইল টার প্রেমে পড়ে যাস !

তোকে ওরা সব বোকা ভাবছে
বোকা ভেবে তোকে, বেঁধে রাখছে ।

চল উঠে পর
মাঠে মিশে যাই ..
সবুজ ঘাসে তে
লুটোপুটি খাই ।

কাল সকালে তোর সাথে ওই
সূর্যের ভোর আমি দেখবই ।

ওই সকালের নতুন আলোয়
মনের ঘরে আলো ঢালবই ।

তুই চাইলেই ঠিক পারবি ..
তোর বন্ধুর কথা রাখবি ।