কষ্ট পেয়েছি কিংবা পাইনি,জীবন চলার পথে।
জানা মতে আমি অন্যকে কভু দেইনি কষ্ট পেতে।
আমি ভালো আছি,কিংবা ভালো নেই এই বসুধাতে
তোমরা কিন্তু ভালো থেক সব,এই রঙিন শহরেতে।
এখানে অনেক রঙ মেখে নাও যে যার ইচ্ছে মত।
এই পৃথিবী রসালো খুব যদি থাকে অর্থ কোটি শত।
স্বপ্নটা হোক তোমাদের শূণ্য সম,অন্তহীন পৃথিবীতে।
আমার আর কত'ই প্রয়োজন মানবের আঙিনাতে!
বোধ হতে কত চোট পেয়ে গা,শুকিয়েছে ফের ক্ষত।
আমি আছি,আমি নেই এখানে ঠিক ঝরা পাতার মত।
ভালো থেক সব এই তাসের ঘরে মিষ্টি সকাল নিয়ে।
আমি আছি,আমি থাকব অমানিশায় গান গেয়ে!