স্মৃতি বিষন্ন এই জীবন থেকে
                          নিয়েছি একটু ছেঁকে।
দীর্ঘশ্বাস থেকে ঘন নিঃশ্বাসে আর,
                     কতদূর যাব এঁকে বেঁকে!
এখানে কিছুই নেই,তবু যেন কত কিছু!
হায় অভাগা জীবনরে তুই,
অজ্ঞাত ডাকে আর কত যাবি পিছু পিছু!
কিসের আশায় অকাতর তবু চলেছি জীবন হাটে।
কত সূর্য রোজ হেসে ওঠে ফের,ক্লান্তি নিয়ে পাটে,
ডুবে যায় গহীন অরণ্য কিনারে ঘোর অন্ধকারে সেঁটে।
আহা জীবন কি অদ্ভুত তুমি!তবু বেঁধে রেখেছ মোদের।
কোথায় বলো তুমি এর সার্থকতা এই মানব সন্তানের!