আজিকার ঈদে তব মনে পড়ে হায়।
বাবা নামের বটগাছ দাঁড়িয়ে কোথায়,
আরাধনা করে ডেকে ওগো মহীয়ান।
ভালো রেখ সদা বলি আমার'ই সন্তান।
সারাদিন চেয়ে থাকা হাঁটি হাঁটি পায়।
কবে যেন আসে বাবা চাঁদি জোসনায়।
ছিল কত বায়না ও খুনসুটি আর,
বাবা ছিল আমাদের ঈদ উপহার।
স্বপ্ন আশার হতভাগা আজিকে কোথায়!
বাবা তুমি চিরকাল রবে মোর মাথায়।
সুখে আর অসুখে তুমি ছিলে পাশে।
স্বপ্নের সব কিছু দিতে ভালোবেসে।
সেদিনের নয়া জামা সাথে কিছু আনা,
আজ বুঝি কত ঘামে হয়েছিল কেনা!
তাই বলি ভালো থেক পৃথিবীর সব,
বাবা নামের বটগাছ করে উৎসব।
আর যারা চলে গেছে আমাদের ছেড়ে!
ভালো থেক তোমরাও অনন্তের আড়ে।