মাঝে মাঝে ইচ্ছে হয় আমি, নিরলা খুব করে কাঁদি!
সত্যি আমি আর আমি, আর কেহ না থাকিত যদি।
লোকে বলে ঝেড়ে কাঁদলে নাকি মনটা হালকা হয়।
বঞ্চিত আমি সে কান্না থেকেও জীবন পাঠশালায়।
ভাবি দূরে কোথাও গাছের ছায়ে একটু কেঁদে আসি।
হতচ্ছাড়া আমি সেখানে ও ত্যক্ত, কষ্ট গুলোকে পুষি।
চলে আসবে'ই কেউ না কেউ আমাদের মাঝখানে।
হায়রে জীবন এমন তামাশার, কি আর আছে মানে?
এমন কিছু বিষয় থাকে যাহা কাউকে বলা যায়না।
একান্ত নিজের তিলে তিলে জমা চিত্তে ষোলো আনা।
অগত্যা হয়ে যায় কিছু কথকতা,উদরে অশ্রু নামে।
পরিশেষে আমি বন্দী হয়ে থাকি জীবনের বিধিবামে।
কত কাল গেছে জীবন থেকে হাসি নেই শুকনো মুখে।
আনন্দ ছিলো অতলে আর ইচ্ছেরা সাহারার  বুকে।
ডানা মেলেনি আমার আকাশে দু'টো সাদা প্রজাপতি।
সবরে মেওয়া ফলে তাই ছুটেছি কর্তব্যে জীবনের প্রতি।
শুধু মাঝে একটু হাঁফিয়ে গেলেই নিরলা কাঁদতে চাই।
সেখানেও মরার মানুষ গুলি কেন যে নিকটে তোলে হাই!
মনে মনে বলি দয়া করে আর কাছে আসবেনা ভাই।
আমি একেলা নিরিবিলি আজকে অনেক কাঁদতে চাই।