ঈদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর।
একটু হলেও হাসবে এবার আমার কুঁড়েঘর।
আসবে সকল ইষ্ট কুটুম,ছুটে নাড়ির টানে।
আলো ঝলমল ঘরটি আমার হবে গল্প গানে।
কিন্তু আমি আজকে শ্রোতা পরবাসের তটে!
আটকে আছি জীবন পুর,বাস্তবতার হাটে।
আসবে তবুও ঈদের আকাশ,সরু বাঁকা চাঁদ।
কোথায় আমি কোথায় ঈদ?জানতে বড় সাধ।
আমরা যারা দূর প্রবাসী ছড়িয়ে বসুন্ধরায়,
মোদের ঈদ গেঁথে থাকে ক্যালেন্ডারের পাতায়!
আসুক তবু ঈদের খুশি আম জনতার ঘরে।
সারা বছর এই শিখাতে কাঁপুক সবাই জ্বরে।