বাংলা কবিতার আসরে এই আমার প্রথম লেখা।
ক্ষমা করবেন,যদিও কভু লেখা হয় আঁকা-বাঁকা।
এখানে আছেন বহু গুণী জন,আশির্বাদ চাই সবার।
আজ থেকে মোরা ভাগ করে নেব,আলো অন্ধকার।
কামনা করি আমার লেখার হবে,সুগঠন আলোচনা।
তাতে হয় কোন প্রকৃত কবির উঠে আসার সম্ভাবনা।
আমার সময়টা একেবারে কম,তাই প্রত্যহ না হলে।
কিছু মনে না করে নামটি রাখিবেন,অন্তরের অন্ত স্থলে।
কোলকাতা ঢাকা একটিও না,মোরা বাংলা ভাষা-ভাষী।
সুখে দুখে দেখা না হলেও কথা হবে,এই ডটকমে আসি।
ধন্যবাদ প্রিয় বাংলা কবিতার আসর,মহা বিজ্ঞ স্যার পল্লব।
দীর্ঘায়ু কামনা করি আমি আপনার,থাকুন দর্প জ্ঞানে সরব।
বেঁচে থাক বাংলা চির কাব্য ধারায়,এই স্বপনে এখন যাই।
ভালো থাকুন কবিবর,অন্তে গেলাম সবারে সালাম জানাই।


সংরক্ষিত
ইমন