সকাল বেলার দুষ্টু রোদের
সৃষ্ট সতেজ তোমার দেহের,
সদ্য স্নানের অরুন সুবাশ
মাতিয়ে দিল, মাতিয়ে দিল।


আদ্র ভেজা চুলের কালোয়,
সুরসুরিয়ে অল্প আলোয়,
হঠাৎ, পেশির পশুর টানে,
রাঙ্গিয়ে দিল, রাঙ্গিয়ে দিল।


তোমার চোখের লাজের ইতি,
টানিয়ে পর্দা, ধরলো গীতি।
ভুললে গত রাতের স্মৃতি,
নতুন আলোয় নিভিয়ে দিলো।
জাগিয়ে দিল, জাগিয়ে দিল।


যখন আমরা প্রেমের দেশে,
কামের রাজ্যে,  সুখকে ঘেসে,
তখন হঠাৎ ছোট্ট খুকি,
করুন গলায় হাকিয়ে দিল,মিটিয়ে দিল।