সেই সব সাথীহারা দিনের শেষে সন্ধ্যাকাশে
প্রতীক্ষাময় বিরহী দৃষ্টি মেলে চোখ পড়বে যখন
সন্ধ্যাতারাটার পানে,
তোমায় নিয়ে নানা রংয়ের সেই স্মৃতিরা তখন
জুড়বে মনের ধ্যানে।।
কে বলে এমন হবে তুমি ম্লান অনৈচ্ছিক বিচ্ছেদে!
চিরসবুজ রবে তুমি স্মৃতির শাখা-প্রশাখা হয়ে হৃদয়ে।


খর রোদের ধুলোমাখা রাজপথে-
স্নিগ্ধতা আসে যেমন হঠাৎ মেঘের এক পশলা বৃষ্টিতে,
তেমনি করে বিষাদ উড়িয়ে অন্তর জুড়িয়ে
প্রেরণা জোগাবে তুমি অমৃত সুধা হয়ে।
দিন পেরিয়ে রাত পেরিয়ে
এমনি করে যাবে ফুরিয়ে
সুখের আর দুখের সকল প্রহর......
অস্তাচলে যাবে চলে জীবনখানি মোর।