তোমায় পেয়েছিলাম রংধনুর মতো একরাশ
মুগ্ধতায়
নয়ন মন রাঙিয়ে যে অদৃশ্যলোকে হারায়।
তোমায় পেয়েছিলাম অবসর বিকেলের মিষ্টি
কল্পনায়
হঠাৎ এসে হৃদয়ে, ভালো লাগায় ভরিয়ে দেয়।


তোমার মাঝে আমার সুন্দরের আকাঙ্ক্ষার পূর্ণতা
প্রাপ্তি
তৃষ্ণার্ত চাহনির পরিব্রাজকের দীর্ঘ ছুটে চলার
পরিসমাপ্তি ।


দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাই বুঝি আজ হৃদয় অনুভবে তোমায়
স্মৃতি,স্নেহ,ভালোবাসা ও অকৃত্রিম মায়ায়।
তপ্ত দুপুরে শীতল ছায়ায়, তৃষ্ণার্ত ক্লান্ত পথিকের
আশ্রয়
তেমনি করে আজ এ শরীর মন তোমায় পায়।


অভিমানের বাষ্পে কখনো  অনুভূতি রুদ্ধ হলে
তবুও দূরে যেওনা চলে ,
মনে রেখো আমায় ভালোবাসার
অসীম ক্ষমায়,
প্রহর শেষের গোধূলি বেলায় বলেছিলে আমায়,
"আমি ছিলাম,আছি, থাকবো" যেন ধ্রুব রয়।।