অভিমান করোনা
                  ভালো থেকো।
দূরে যেওনা
                  পাশে থেকো।
নীরব থেকোনা
                  কথা বলো।
হৃদয়ে বাঁধ দিওনা
                   প্রকাশ করো।


অভিমান জমা হতে হতে একসময়
এক জনমের দূরত্বে পরিণত হয়।
কালের আবর্তনে আরোপিত জটিলতার ঘেরাটোপে
থমকে যায় হৃদয় বিসর্জনের বেদনায়।
অবহেলায় নীরব অভিমান তাই কাম্য নয়,
যতনে আগ্রহে কোলাহলে মুখরিত থাকুক সময়।


মুছে ফেলো দ্বিধা
      সমাপন করো সংশয়।
হাজার পঁচিশ দিনের এ জীবনে
      প্রতিটা দিন কম নয়।
অতীতে নয় ভবিষ্যতে নয়
      ভালোবাসায় বর্তমানই সময়।
তোমার ভালোবাসায়
     আমার দিনগুলি বেঁচে থাকা হয়।


ভালোবাসি আমি তোমায়
                    ভালোবেসো সবসময়।।