আকাশের সাথে সাগরের কভু মিলন হয় না তাই,
চির বিরহের বেদনায় বুঝি নীল হলো দু'জনাই।
তথাপি আকাশ চেয়ে থাকে
সাগর অভিমুখে।
সাগরও তাই যায় ভেসে
ঐ আকাশের বুকে।
দু'জনায় চায় দোঁহারে,
ভালবেসে বুকে বাঁধিবারে।
তাই,বেদানার্ত দু'টি হৃদয়
নিশিদিন চেয়ে রয়,
দু'জনার পানে।
কি নিবিড় আকর্ষণে,
আকাশ তাকে কাছে টানে,
মিলনের আহ্বানে।
একে অপরের সাথে তাঁরা
মিশে যেতে চায়,
শুধু একটুকু ভালবাসা
পাওয়ার আশায়।
তাই বুঝি সাগর ক্ষুদ্র ক্ষুদ্র পানিকনায়
সিক্ত করে আকাশের উষ্ণ হৃদয়।
অন্তরিক্ষ হয় রিক্ত ঝরে বর্ষায়
বয়ে চলে সাগর সঙ্গমে প্রেম বিনিময়।
অন্তরের ডাক যদি অন্তরে পৌঁছায়,
ভালবাসায়-মিলনে কে বলো আটকায়!!