নারী তুমি এতো সুন্দর কেন হলে?
প্রকৃতিদেবী স্বয়ং এমন পক্ষপাতিত্বে গড়েছেন তোমায় যে, তোমার সাথে সকল প্রতিযোগিতা হয়ে পড়ে বড়ই একপেশে, তুলনা হয়ে যায় একান্তই অবান্তর।
হে আধিপত্যবাদী নারী,
আমার চোখ থেকে হৃদয় মন জুড়ে এত আধিপত্য বিস্তার করে ফেলো তুমি কখনো কখনো এমনভাবে যে আমি বড্ড অসহায় হয়ে পড়ি নিঃশর্ত আত্মসমর্পণে, আষ্টেপৃষ্ঠে এক শক্তিশালী অদৃশ্য বন্ধনে।
আমি পরাজিত হই, আমি পরাজিত হই, বার-বার শতবার! তোমার চোখ ধাঁধানো সৌন্দর্যে আমি হারিয়ে ফেলি নিজস্ব চোখের আলো, তোমার কণ্ঠ আমায় দুকানে ঝংকার তোলে বিথোভেন মোজার্ট হয়ে, তুমি এক প্রগাঢ় মায়ায় আমায় অসীম মহাশূন্যের কৃষ্ণগহ্বরে আকর্ষণ করো চিরকালের মতো।
হে নারী তুমি সম্রাজ্যবাদী, তুমি বিজয়িনী, কে বলেছে পুরুষ শ্রেষ্ঠ বাহুবলে শৌর্যে বীর্যে!
আমি দেখি জয়জয়কার তোমার ঘরে ও বাইরে,
প্রেমে ও বিরহে,যুদ্ধে ও শান্তিতে।
দিকে দিকে বিজয় নিশান ওড়ে ওই,
আঁচল তোমার জয়ধ্বজা হয় বাতাসের গর্জনে,
ক্ষুদ্র পুরুষ তোমার পায়ে নত শিরে নিবেদন করিছে পূজার ফুল,
ভালোবাসা, প্রেম ও আনুগত্যের পরিপূর্ণ সমর্পনে।
তুমি দেবী,গ্রহণ করে ধন্য করো তবে।