আমার রাত্রি জুড়ে একটা চাঁদের কথা,
আমার স্বপ্ন জুড়ে একটা চাঁদের মুখ।
সে স্নিগ্ধ হয়ে জুড়ায় সকল ব্যথা,
আবার শিল্পী হয়ে নিখুঁত ভাঙ্গে বুক।

চাঁদ যদিও দেয় না আমায় আলো,
আমার ছাদের উপর তৈরি করে ছাদ।
তবুও তারে বড্ড বাসি ভালো,
আমার হৃদয় জুড়ে একতরফা সাধ।

তার অভিমানে হাজার তারা ছোটে,
তার নীরব ছোঁয়ায় গলে মেঘের দল।
আমি তারে পাইনে ছুতে মোটে,
আমার চোখের তারায় তারার চোখের জল।

স্বপ্ন সাগর আজ ভেঙেছে বাঁধ,
অমাবস্যা আসন্ন আজ প্রায়।
তাই মনে হয় দূর আকাশের চাঁদ
দূরে, আরো দূরে সরে যায়।