প্রতিটি প্রহরে আগুনের নৃত্য,
নীরব ছাইয়ের বুকে খুঁজেছি উত্তর।
কোথাও একদা ছিল একটি প্রদীপ,
আজ তার আলো নিভে গেছে-
শুধু রয়ে গেছে অঙ্গারের রেখা।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে পাথর,
তারও আছে কালের ক্ষতচিহ্ন।
তোমার দেওয়া স্পর্শের শিখা
আজ এক বিস্মৃত অগ্নিকণা,
যা ছুঁতে গেলেই জ্বালায় বেদনার আলিঙ্গন।

আমি যেন এক মরু,
যেখানে বালির কণারা গড়তে চায় নদী,
কিন্তু আকাশের চিত্তে নেই বৃষ্টির ছায়া।
শুধু ফাটল ধরে মাটির বুক,
আর মেঘেরা চলে যায় নির্বিকার।

এখানে কোনও রাত নেই,
যেখানে চাঁদ এসে বলে, “আমি আছি।”
শুধু অন্ধকারের শূন্য প্রান্তরে
একলা দাঁড়িয়ে থাকে ভেঙে পড়া সময়,
জীবনের মতো এক অসমাপ্ত গান হয়ে।