দেশটা নাকি হয়েছে স্বাধীন,স্বাধীন তুমি আমি।
কবেই নাকি গিয়েছে ঘুচে পরাধীনতার গ্লানি।।
নিজের ইচ্ছা মত চলার বলার রয়েছে অধিকার।
এই অধিকার ছিনিয়ে নেবে এমন সাধ্যি কার!
তবে আজও কেন রাত বিরেতে রাক্ষসেদের থাবায়।
নির্বিচারে মায়ের শিশু হচ্ছে কেন জবাই?
দেহ উলঙ্গ করে ,দেখিয়ে গায়ের বল।
প্রফুল্ল মনে বিনোদন নেয় রক্তচোষার দল।।
কেন মদ গাঁজা আর তাসের আসর শিক্ষার প্রাঙ্গণে?
কেনই বা এই দুর্ব্যবহার দুর্বলেদের সনে?
রক্তাক্ত দেহ লুটিয়ে ভূতলে, দুচোখ ভরা ক্লেশ
এই কি তবে স্বাধীনতা?এই কি স্বাধীন দেশ?
এই কি তবে আইনকানুন?এই কি তবে শিক্ষা?
কে দিয়েছে এমন তর মানুষ মারার দিক্ষা?


প্রতিদিনই ঘটছে কত উপরওয়ালাই জানে
কতটুকুই বা জানতে পারি কতটুকুই বা আসে কানে।
কতটুকুইবা লেখা হয়ে থাকে খবরের শিরোনাম।।
এইভাবেই চলছে শিক্ষা, এগিয়ে চলছে দেশ।
কেউ টিকে যায় সহ্য করে, কেউ হয়ে যায় শেষ।
---------------------------------------------


🔴 প্রেক্ষাপট:- এই কবিতাটি মাস তিনেক আগে যাদবপুরের র‍্যাগিং কাণ্ডে বাংলা প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে লিখেছিলাম, এবং বিভিন্ন জায়গায় প্রকাশ করেছিলাম, আজ বাংলা কবিতার প্ল্যাটফর্মে যোগ করলাম, সেই বীভৎস ঘটনা আজও ভুলবার নয়, স্বপ্নদ্বীপের আত্মার শান্তি কামনা করি।