বেড়ে যায় বয়সের অংকটা
বেড়ে যায় দোষ শত গুণ।
উত্তাল মানুষের ভিড়ে
কমে আসে আপনার জন।।